ডেভসংকেত

XCode - এক্সকোড

XCODE, অ্যাপলের তৈরি শক্তিশালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বা আইডিই। এটি মূলত macOS, iOS, iPadOS, watchOS,tvOS এর সফটওয়্যার ডেভেলপমেন্ট করার কাজে সবচেয়ে বেশী ব্যাবহৃত হয়। এই চিটশিটে আমরা এর শর্টকাট গুলো জানব

কন্ট্রিবিউটর

  • siraajul

শেয়ার করুন

সার্চ করা

  • ফাইলের ভেতর সার্চ করা

    Command + F
  • ফাইলের ভেতর সার্চ এবং রিপ্লেস করা

    Command + Option(alt) + F
  • প্রজেক্ট এর ভেতর খোঁজা

    Command + Shift + F
  • প্রজেক্ট এর ভেতর সার্চ এবং রিপ্লেস করা

    Command + Option(alt) + Shift + F

এডিটিং/সম্পাদনা করা

  • এডিটর এর অ্যাসিস্ট্যান্ট দেখানো

    Command + Option(alt) + Return
  • এডিটর এর অ্যাসিস্ট্যান্ট লুকানো

    Command + Return
  • টোগল কমপ্লিট

    Control + Space
  • স্কোপ এর সব এডিট করা

    Command + Control + E
  • ইনডেন্ট সিলেকশন

    Command + ]
  • আউটডেন্ট সিলেকশন

    Command + [
  • ইন্ডেন্টেশন ঠিক করা

    Command + i
  • কমেন্ট করা / কমেন্ট সরানো

    Command + /
  • লাইন উপড়ে নেয়া

    Command + Option(alt) + [
  • লাইন নীচে নেয়া

    Command + Option(alt) + ]

বিল্ড এবং রান

  • বিল্ড

    Command + B
  • রান

    Command + R
  • স্টপ

    Command + .
  • অ্যানালাইজ

    Command + Shift + B
  • টেস্ট

    Command + U
  • ক্লিন

    Command + Shift + K

নেভিগেটর

  • দেখানো/লুকানো

    Command + 0
  • ট্যাব সুইচ করা

    Command + 1-8
  • অ্যাসিস্ট্যান্ট এ খোলা

    Option(alt) + Click
  • নতুন উইন্ডো তে খোলা

    Option(alt) + Double Click
  • সিদ্ধান্ত নিয়ে ফাইল খোলা

    Shift + Option + Click

ট্যাবস

  • নতুন ট্যাব

    Command + T
  • পূর্বের ট্যাব

    Command + } 
  • পরবর্তী ট্যাব

    Command + { 

নেভিগেশন

  • তাড়াতাড়ি খোলা

    Command + Shift + O
  • ফোকাস এডিটর এ নিয়ে যাওয়া

    Command + J
  • পরবর্তী কাউন্টার পার্ট এ নিয়ে যাওয়া

    Command + Arrow(Up)
  • পূর্ববর্তী কাউন্টার পার্ট এ নিয়ে যাওয়া

    Command + Arrow(Down)
  • পরবর্তী রিসেন্ট ফাইলে নেয়া

    Command + Arrow(Right)
  • পূর্ববর্তী রিসেন্ট ফাইলে নেয়া

    Command + Arrow(Left)
  • সিম্বল এর অর্থ জানা

    Command + Click
  • লাইনে চলে যাওয়া

    Command + L
  • সেকশন খোলা

    Command + Option(alt) + Arrow(Left)
  • সেকশন বন্ধ করা

    Command + Option(alt) + Arrow(Right)

ডকুমেন্টেশন দেখা

  • ডকুমেন্টেশন দেখা

    Command + Shift + O
  • সিলেকশন আইটেম এর ডকুমেন্টেশন দেখা

    Command + Option(alt) + Control + /
  • ক্লিকড সিম্বল এর জন্য সাহায্যে

    Option(alt) + Click
  • ক্লিকড সিম্বল এর জন্য ডকুমেন্টেশন দেখা

    Option(alt) + Double Click

ডিবাগ করা

  • ডিবাগ এরিয়া বের করা

    Command + Shift + Y
  • পরবর্তী ইস্যু

    Command + Upper Comma 
  • পূর্ববর্তী ইস্যু

    Command + Double Upper Comma
  • ব্রেকপয়েন্ট এড করা

    Command + Slash
  • ব্রেকপয়েন্ট বের করা

    Command + Y
  • কনসোল ক্লিয়ার করা

    Commad + K

ইউটিলিটিস

  • দেখানো/লুকানো

    Command + Option(alt) + 0
  • ট্যাব সুইচ করা

    Command + Option(alt) + 1-9

ডেভসংকেত সম্পর্কে

ডেভসংকেত এর লক্ষ্য হচ্ছে বাংলাতে একটা বড় চিটশিটের ভান্ডার গড়ে তোলা। এটা সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাব অর্গানাইজেশন।

স্পন্সর