ডেভসংকেত

টার্মিনাল টেক্সট এডিটর (লিনাক্স)

টার্মিনাল বেসড টেক্সট কোড এডিটর এর চিটশিট

কন্ট্রিবিউটর

  • iamraufu
  • bhsoyket

শেয়ার করুন

ভিম টেক্সট এডিটর

  • ভিম ইন্সটল করার জন্য

    sudo apt install vim
  • ফাইল তৈরি বা খোলা করার জন্য

    vim filename.txt
  • ইনসার্ট মোড এ যাবার জন্য

    i
  • ইনসার্ট মোড থেকে বের হবার জন্য

    Esc
  • লাইন এর শুরুতে এ যাবার জন্য

    0
  • লাইন এর শেষ এ যাবার জন্য

    $
  • ফাইল এর ফার্স্ট লাইন এ যাবার জন্য

    gg
  • ফাইল এর লাস্ট লাইন এ যাবার জন্য

    G
  • n তম লাইন এ যাবার জন্য

    :n
  • পরে নতুন লাইন তৈরি করার জন্য

    o
  • পূর্বে নতুন লাইন তৈরি করার জন্য

    O
  • ক্যারেক্টার ডিলিট করার জন্য

    x
  • লাইন ডিলিট করার জন্য

    dd
  • মোডিফিকেশ আনডু করার জন্য

    u
  • মোডিফিকেশ রিডু করার জন্য

    Ctrl+r
  • কপি করার জন্য

    yy
  • পূর্বে পেস্ট করার জন্য

    P
  • পরে পেস্ট করার জন্য

    p
  • টেক্সট এরিয়া সিলেক্ট করার জন্য

    v and then use arrow key
  • সিলেক্ট এরিয়া বাদ করার জন্য

    d
  • কপি করার জন্য

    y
  • সার্চ করার জন্য

    /string Or ?string and then press n find next
  • সার্চ এন্ড রিপ্লেস করার জন্য

    :%s/search/replace/g
  • ফাইল সংরক্ষণ এবং বন্ধ করার জন্য

    :wq / :x
  • ফাইল সংরক্ষণ করার জন্য

    :w
  • ফাইল বন্ধ করার জন্য

    :q

ন্যানো টেক্সট এডিটর

  • ন্যানো ইন্সটল করার জন্য

    sudo apt install nano
  • ফাইল তৈরি বা খোলা করার জন্য

    nano filename.txt
  • লাইন এর শুরুতে এ যাবার জন্য

    Ctrl+A
  • লাইন এর শেষ এ যাবার জন্য

    Ctrl+E
  • ফাইল এর ফার্স্ট লাইন এ যাবার জন্য

    Ctrl+Y
  • ফাইল এর লাস্ট লাইন এ যাবার জন্য

    Ctrl+V
  • n তম লাইন এ যাবার জন্য

    Ctrl+_
  • ক্যারেক্টার ডিলিট করার জন্য

    Backspace Or Delete
  • লাইন ডিলিট করার জন্য

    Ctrl+K
  • মোডিফিকেশ আনডু করার জন্য

    Alt+U
  • মোডিফিকেশ রিডু করার জন্য

    Alt+E
  • টেক্সট এরিয়া সিলেক্ট করার জন্য

    Alt+A and then use arrow key
  • সিলেক্ট এরিয়া বাদ করার জন্য

    Ctrl+6
  • কপি করার জন্য

    Alt+6
  • কাট করার জন্য

    Ctrl+K
  • পেস্ট করার জন্য

    Ctrl+U
  • সার্চ এন্ড রিপ্লেস করার জন্য

    Ctrl+\
  • ফাইল সংরক্ষণ করার জন্য

    Ctrl+O Enter
  • ফাইল বন্ধ করার জন্য

    Ctrl+X

ডেভসংকেত সম্পর্কে

ডেভসংকেত এর লক্ষ্য হচ্ছে বাংলাতে একটা বড় চিটশিটের ভান্ডার গড়ে তোলা। এটা সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাব অর্গানাইজেশন।

স্পন্সর