ডেভসংকেত

সলিড JS

সহজ কিন্তু খুবই পার্ফোমেন্ট UI বিল্ডিং জাভাস্ক্রিপ্ট ফ্রেইমওয়ার্ক। যেখানে ইউজার সব ধরনের রিয়াক্টিভিটি কন্ট্রোল করতে পারে

কন্ট্রিবিউটর

    শেয়ার করুন

    সলিড JS ইন্সটল করা

    • npx এর সাহায্যে নতুন একটা সলিড js প্রোজেক্ট তৈরী করতে

      
       npx degit solidjs/templates/js <project-name>
       
       cd myapp
       npm install
       npm run dev
    • ts প্রোজেক্ট তৈরী করতে

      
       npx degit solidjs/templates/ts <project-name>
       
       cd myapp
       npm install
       npm run dev

    সলিড JS এ 'Hello world' প্রিন্ট করা

    • solid-js/web থেকে render কে ইম্পোর্ট(ES6 কনসেপ্ট) করে নেয়া

      import { render } from 'solid-js/web';
    • render এই মেথডটি ২টি আরগুমেন্ট নেয় রেন্ডার ইলিমেন্ট এবং রেন্ডার স্কোপ

      render(() => <h1>Hello, world!</h1>,document.getElementById('root'))

    ডেভসংকেত সম্পর্কে

    ডেভসংকেত এর লক্ষ্য হচ্ছে বাংলাতে একটা বড় চিটশিটের ভান্ডার গড়ে তোলা। এটা সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাব অর্গানাইজেশন।

    স্পন্সর