ডেভসংকেত

সাবলাইম টেক্সট ৩(উইন্ডোজ)

সাবলাইম টেক্সট ৩ এর প্রয়োজনী উইন্ডোজ শর্টকাট কী

কন্ট্রিবিউটর

  • iamraufu
  • zonayedpca

শেয়ার করুন

সাধারণ

  • কমান্ড প্যালেট

    Ctrl + Shift + P
  • কন্সোল দেখানো বা লুকানো

    Ctrl + `
  • সাইডবার দেখানো বা লুকানো

    Ctrl + K, B
  • শেষ কী-বোর্ড শর্টকাটটা আবার অ্যাপ্লাই করতে

    Ctrl + Y
  • অটোকমপ্লিট সাজেশন সিলেক্ট করতে

    Ctrl + Space

লে-আউট

  • ২, ৩, ৪ টা কলাম

    Alt + Shift + 1/4
  • ২ অথবা ৩ টা রো

    Alt + Shift + 8/9
  • ৪টা গ্রিড

    Alt + Shift + 5
  • প্যান সমান দুইভাগে ভাগ করা

    Ctrl + K, Ctrl + Shift + আপ কী

ন্যাভিগেশন

  • ফাইল ওপেন করুন

    Ctrl + P
  • সিম্বল খোঁজা

    Ctrl + P, @
  • কোনো সিম্বলে যাওয়া

    Ctrl + R
  • লাইনে যাওয়া

    Ctrl + G
  • পরের ট্যাবে যাওয়া

    Ctrl + Pgdn
  • আগের ট্যাবে যাওয়া

    Ctrl + Pgup
  • ক্লোজ ব্র্যাকেটে জাম্প করা

    Ctrl + M

টেক্সট সিলেক্ট

  • লাইন

    Ctrl + L
  • শব্দ

    Ctrl + D
  • পরের সেইম টেক্সট সিলেক্ট

    Ctrl + D
  • পরের সেইম টেক্সট ডি-সিলেক্ট

    Ctrl + U
  • বর্তমান সিলেক্ট স্কিপ

    Ctrl + K, D
  • ব্র্যাকেটস এর কন্টেন্ট

    Ctrl + Shift + M
  • ইন্ডেন্টেশনের কন্টেন্ট

    Ctrl + Shift + J
  • কলাম সিলেকশন আপ

    Ctrl + Alt + আপ কী
  • কলাম সিলেকশন ডাউন

    Ctrl + Alt + ডাউন কী
  • একাধিক সিলেক্ট এডিট

    Ctrl + ক্লিক

ট্রান্সফর্ম

  • বড় হাতের করা

    Ctrl + K, U
  • ছোটো হাতের করা

    Ctrl + K, L
  • ফন্ট সাইজ বাড়ানো

    Ctrl + +(যোগ চিহ্ন)
  • ফন্ট সাইজ কমানো

    Ctrl + -(বিয়োগ চিহ্ন)

কোড ভাঁজ

  • সিলেক্ট করা কোড ভাঁজ করা

    Ctrl + Shift + [
  • সিলেক্ট করা ভাঁজ করা কোড দেখানো

    Ctrl + Shift + ]
  • সবকিছু ভাঁজ করা

    Ctrl + K, 1
  • সব ভাঁজ করা কোড দেখানো

    Ctrl + K, J
  • ভাঁজ লেভেল

    Ctrl + 2/9

উইন্ডো ম্যানিপুলেশন

  • ফুল-স্ক্রিন

    F11
  • ঝামেলামুক্ত মোড

    Shift + F11
  • নতুন উইন্ডো

    Ctrl + Shift + N
  • নতুন ট্যাব

    Ctrl + N
  • একটা ট্যাব সিলেক্ট করা

    Alt + ট্যাব নাম্বার
  • ট্যাব ক্লোজ করা

    Ctrl + W
  • ট্যাব প্যানে সরানো

    Ctrl + Shift + প্যান নাম্বার
  • প্যানে সুইচ করা

    Ctrl + প্যান নাম্বার

প্যান ম্যানিপুলেশন

  • প্যানেলে যাওয়া

    Ctrl + প্যানেল নাম্বার
  • ফাইল প্যানেলে নেওয়া

    Ctrl + + Shift + প্যানেল নাম্বার

খোঁজা এবং রিপ্লেস

  • খোঁজা

    Ctrl + F
  • পরে অংশে আরো খোঁজা

    F3
  • আগের অংশ থেকে খোঁজা

    Shift + F3
  • সবগুলো সিলেকশন রিপ্লেস করা

    সিলেক্ট করা পর, Alt + F3
  • রিপ্লেস

    Ctrl + H
  • ইনক্রিমেন্টার খোঁজাখুঁজি

    Ctrl + I
  • কোনো ফাইলে খোঁজা

    Ctrl + Shift + F
  • খোঁজা এবং একই সাথে কয়েকটা এডিট করা

    Ctrl + F, Alt + Enter
  • সিলেক্ট করা টেক্সট দিয়ে খোঁজা

    Ctrl + E
  • সিলেক্ট করা টেক্সট দিয়ে রিপ্লেস করা

    Ctrl + Shift + E

এডিটিং

  • লাইন ডিলেট করা

    Ctrl + Shift + K
  • বর্তমান সিলেক্ট পয়েন্ট থেকে লাইনের শেষ পর্যন্ত ডিলেট করা

    Ctrl + K, K
  • বর্তমান সিলেক্ট পয়েন্ট থেকে লাইনের বাউন্ডারি পর্যন্ত ডিলেট করা

    Ctrl + K, Backspace
  • সামনের শব্দ ডিলেট করা

    Ctrl + Delete
  • পিছনের শব্দ ডিলেট করা

    Ctrl + Backspace
  • লাইন উপরে উঠানো

    Ctrl + Shift + আপ কী
  • লাইন নিচে নামানো

    Ctrl + Shift + ডাউন কী
  • লাইন আগে ঢুকানো

    Ctrl + Shift + Enter
  • লাইন পরে ঢুকানো

    Ctrl + Enter
  • বর্তমান লাইন ইন্ডেন্ট করা

    Ctrl + ]
  • বর্তমান লাইনের ইন্ডেন্টশন সরানো

    Ctrl + [
  • লাইন ডুপ্লিকেট করা

    Ctrl + Shift + D
  • বর্তমানের লাইনের নিচে জয়েন করা

    Ctrl + J
  • ঠিক ইন্ডেন্টেশন বজায় রেখে পেস্ট করা

    Ctrl + Shift + V
  • ট্রান্সপোন্স

    সিলেক্ট আইটেম, Ctrl + T

বুকমার্ক

  • নতুন বুকমার্ক

    Ctrl + F2
  • পরের বুকমার্ক

    F2
  • আগের বুকমার্ক

    Shift + F2
  • বুকমার্ক ক্লিয়ার

    Ctrl + Shift + F2

কমেন্ট

  • লাইন কমেন্ট করা

    Ctrl + /
  • ব্লক কমেন্ট

    Ctrl + Shift + /

ডেভসংকেত সম্পর্কে

ডেভসংকেত এর লক্ষ্য হচ্ছে বাংলাতে একটা বড় চিটশিটের ভান্ডার গড়ে তোলা। এটা সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাব অর্গানাইজেশন।

স্পন্সর