ডেভসংকেত

নোটপ্যাড++

নোটপ্যাড++ এর কিছু প্রয়োজনীয় উইন্ডোজ শর্টকাট কী

কন্ট্রিবিউটর

    শেয়ার করুন

    ব্যাসিক শর্টকাট

    • নতুন ফাইল বানাতে চাইলে

      Ctrl + N
    • ফাইল ওপেন করতে চাইলে

      Ctrl + O
    • ফাইল সেভ করতে চাইলে

      Ctrl + S
    • ফাইল ফরম্যাট হিসেবে সেভ করতে চাইলে

      Crtl + Alt + S
    • সব ফাইল একসাথে সেভ করতে চাইলে

      Crtl + Shift + S
    • ফাইল ক্লোজ করতে চাইলে

      Crtl + W
    • সব ফাইল একসাথে ক্লোজ করতে চাইলে

      Crtl + Shift + W
    • ফাইল প্রিন্ট করতে

      Ctrl + P
    • নোটপ্যাড++ বন্ধ করতে

      Alt + F4

    সার্চ শর্টকাট

    • লেখা/শব্দ খুঁজতে

      Ctrl + F
    • ফাইলের মধ্যে লেখা/শব্দ খুঁজতে

      Ctrl + Shift + F
    • লেখা/শব্দ রিপ্লেস করতে চাইলে

      Ctrl + H

    এডিট শর্টকাট

    • পূর্বাবস্থায় ফেরা

      Ctrl + Z
    • কাট করতে

      Ctrl + X
    • কপি করতে

      Ctrl + C
    • পেস্ট করতে

      Ctrl + V
    • লেখা/শব্দ রিপ্লেস করতে চাইলে

      Ctrl + H
    • বাক্যের সবগুলো শব্দ বড়ো হাতের করতে চাইলে

      Ctrl + Shift + U
    • বাক্যের সবগুলো শব্দ ছোট হাতের করতে চাইলে

      Ctrl + U
    • কোনো নির্দিষ্ট লাইনকে ডুপ্লিকেট করতে

      Crtl + D
    • দুইটি লাইনকে একত্রে করতে

      Crtl + J
    • কোনো নির্দিষ্ট লাইনকে উপরে নিতে

      Crtl + Shift + Up
    • কোনো নির্দিষ্ট লাইনকে নিচে নিতে

      Crtl + Shift + Down
    • কোনো নির্দিষ্ট লাইনকে কমেন্ট করতে

      Crtl + K
    • কোনো নির্দিষ্ট লাইনকে আনকমেন্ট করতে

      Crtl + Shift + Down
    • কলাম এডিটর

      Alt + C

    ডেভসংকেত সম্পর্কে

    ডেভসংকেত এর লক্ষ্য হচ্ছে বাংলাতে একটা বড় চিটশিটের ভান্ডার গড়ে তোলা। এটা সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাব অর্গানাইজেশন।

    স্পন্সর