ডেভসংকেত

লিনাক্স গিম্প কমান্ড লাইন

গিম্প (ইংরেজি: GIMP; GNU Image Manipulation Program) ছবি ম্যানিপুলেশন ও সম্পাদনা, ফ্রি-ফর্ম ড্রয়িং, ছবির ফাইল ফরম্যাট পরিবর্তন ও অন্যান্য বিশেষায়িত কিছু কাজের নিমিত্তে নির্মিত ফ্রি ও ওপেন সোর্স র‍্যাস্টার গ্রাফিক্স এডিটর। গিম্প GNU জেনারেল পাবলিক লাইসেন্স ৩য় সংস্করণের অধীনে মুক্তি পায় ও লিনাক্স, ম্যাক ওএস এবং মাইক্রোসফট উইন্ডোজে সমর্থন করে।

কন্ট্রিবিউটর

  • iamraufu
  • sabbirshawon

শেয়ার করুন

হেল্প কমান্ড

  • হেল্প কমান্ড

    F1
  • কন্টেক্স হেল্প কমান্ড

    Shift + F1

টুলবক্স কমান্ড

  • আয়তক্ষেত্রাকার নির্বাচন

    R
  • উপবৃত্ত নির্বাচন

    E
  • ফ্রি নির্বাচন

    F
  • অস্পষ্ট নির্বাচন

    Z
  • কালার দ্বারা নির্বাচন করুন

    shift + O
  • Scissors

    I
  • পাথ

    B
  • কালার পিকার

    O
  • মুভ

    M
  • ক্রপ এবং আকার পরিবর্তন

    shift + C
  • রোটেট

    shift + R
  • স্কেল

    shift + T
  • বিভক্ত করা

    shift + S
  • পরিপ্রেক্ষিত/Perspective

    shift + P
  • ফ্লিপ

    shift + F
  • টেক্সট

    T
  • বাকেট ফিল

    shift + B
  • ব্লেন্ড

    L
  • পেন্সিল

    N
  • পেইন্ট ব্রাশ

    P
  • মুছা

    shift + E
  • এয়ারব্রাশ

    A
  • ইঙ্ক

    K
  • ক্লোন

    C
  • ব্লার/শারপেন

    shift + U
  • Smudge

    S
  • ডজ/ বার্ন

    shift + U

ডায়ালগ কমান্ড

  • লেয়ার

    ctrl + L
  • ব্রাশ

    shift + ctrl + B
  • প্যাটার্ন

    shift + ctrl + P
  • গ্রেডিয়েন্ট

    ctrl + G
  • টুল অপশন

    shift + ctrl + T
  • প্যালেট

    ctrl + P
  • ইনফো উইন্ডো

    shift + ctrl + I
  • ন্যাভিগেশন উইন্ডো

    shift + ctrl + N

ফাইল কমান্ড

  • নতুন ছবি

    ctrl + N
  • ছবি খোলা

    ctrl + O
  • ছবি খোলা নতুন লেয়ারের মাধ্যমে

    ctrl + alt + O
  • ছবি প্রতিলিপি

    ctrl + D
  • সাম্প্রতিক ছবি -১

    ctrl + 1
  • সাম্প্রতিক ছবি -২

    ctrl + 2
  • ছবি সংরক্ষণ

    ctrl + S
  • একটি নতুন নামে সংরক্ষণ করুন

    shift + ctrl + S
  • ছবি এক্সপোর্ট

    ctrl + E
  • একটি নতুন নামে ছবি এক্সপোর্ট

    shift + ctrl + S
  • বন্ধ করা

    ctrl + Q

কনটেক্সট কমান্ড

  • অদলবদল কালার

    X
  • ডিফল্ট কালার

    D

ডেভসংকেত সম্পর্কে

ডেভসংকেত এর লক্ষ্য হচ্ছে বাংলাতে একটা বড় চিটশিটের ভান্ডার গড়ে তোলা। এটা সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাব অর্গানাইজেশন।

স্পন্সর