ডেভসংকেত

গুগল শিট

গুগল শিটের প্রয়োজনীয় শটকার্ট ও টিপস এবং ট্রিক্স

কন্ট্রিবিউটর

  • iamraufu
  • asifadib

শেয়ার করুন

ব্যাসিক শর্টকাট

  • ফাইল চালু করতে

    Ctrl + O
  • প্রিন্ট করতে

    Ctrl + P
  • কলাম সিলেক্ট করতে

    Ctrl + Space
  • সারি সিলেক্ট করতে

    Shift + Space
  • শিটের সকল কিছু সিলেক্ট করতে

    Ctrl + A
  • সারি ও কলাম যুক্ত করতে

    Ctrl + Alt + =
  • সারি ও কলাম ডিলেট করতে

    Ctrl + Alt + -
  • সারি হাইড করতে

    Ctrl + Alt + 9
  • সারি আনহাইড করতে

    Ctrl + Shift + 9
  • কলাম হাইড করতে

    Ctrl + Alt + 0
  • কলাম আনহাইড করতে

    .Ctrl + Shift + 0
  • নতুন শিট যুক্ত করার জন্য

    Shift + F11

ফর্ম্যাটিং শর্টকাট

  • লেখা বোল্ড করতে

    Ctrl + B
  • লেখা ইটালিক করতে

    Ctrl + I
  • লেখার নিচে আন্ডারলাইন করতে

    Ctrl + U
  • বামদিকে সারিবদ্ধ করতে

    Ctrl + Shift + L
  • মাঝখানে সারিবদ্ধ করতে

    Ctrl + Shift + E
  • ডানদিকে সারিবদ্ধ করতে

    Ctrl + Shift + R
  • সেলের মাঝে বর্ডার দিতে

    Alt + Shift + 7
  • দশমিক হিসাবে ফর্ম্যাট করুন

    Ctrl + Shift + 1
  • সময় হিসাবে ফর্ম্যাট করুন

    Ctrl + Shift + 2
  • তারিখ হিসাবে ফর্ম্যাট করুন

    Ctrl + Shift + 3
  • মুদ্রা হিসাবে ফর্ম্যাট করুন

    Ctrl + Shift + 4
  • ফর্ম্যাট ক্লিয়ার করতে

    Ctrl + Backslash

ম্যানেজ শেয়ার ও ডাউনলোড শিট

  • ডাউনলোড করতে

    ক্লিক File নেভিগেশন, সিলেক্ট Download as ফাইল ফরম্যাট
  • শিট ইমেইল করতে

    ক্লিক File নেভিগেশন, সিলেক্ট Email as attachment টাইপ
  • শিট শেয়ার করতে

    ক্লিক Share বাটন, যার সাথে শেয়ার করতে চান তার ইমেইল ও শিটে সে কি কি করতে পারবে তার পারমিশন সেট করে Send করে দিবেন
  • ভার্সন হিস্টোরি দেখতে

    ক্লিক File নেভিগেশন, ক্লিক Version history, সিলেক্ট See Version history

এডিটিং শর্টকাট

  • কপি করতে

    Ctrl + C
  • কাট করতে

    Ctrl + X
  • পেস্ট (Paste)

    Ctrl + V
  • শুধুমাত্র ভ্যালু পেস্ট করতে (Paste values only)

    Ctrl + Shift + V
  • পূর্বাবস্থায় ফেরা (Undo)

    Ctrl + Z
  • আবার করুন ফরোয়ার্ড (Redo / Step Forward)

    Ctrl + Y
  • খুজুন এবং পরিবর্তন করুন (Find and replace)

    Ctrl + H
  • যুক্ত করুন বা এডিট লিংক (Insert or edit a link)

    Ctrl + K

নেভিগেশন শর্টকাট

  • সারির শুরুতে যাওয়ার জন্য

    Home
  • সারির শেষে যাওয়ার জন্য

    End
  • A1 সেলে যাওয়ার জন্য (Move to cell A1)

    Ctrl + Home
  • শিটের শেষে যাওয়ার জন্য

    Ctrl + End
  • পরবর্তী শিটে যাওয়ার জন্য

    Alt + Arrow Down
  • পূর্ববর্তী শিটে যাওয়ার জন্য

    Alt + Arrow Up

ডেভসংকেত সম্পর্কে

ডেভসংকেত এর লক্ষ্য হচ্ছে বাংলাতে একটা বড় চিটশিটের ভান্ডার গড়ে তোলা। এটা সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাব অর্গানাইজেশন।

স্পন্সর