ডেভসংকেত

গিট ইমোজি

গিট কমিট ম্যাসেজের অর্থ এককথায় প্রকাশ করতে গিট ইমোজির ব্যবহার করা হয়।

কন্ট্রিবিউটর

  • iqbalrony
  • MoshiulRabbi
  • asifadib

শেয়ার করুন

গিট ইমোজি ব্যবহার গাইডলাইন

  • 🎨 কোডের স্ট্রাকচার ও ফরম্যাট আপডেট করলে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :art:
  • ⚡ কোডের পারফরম্যান্সের উন্নতি করলে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :zap:
  • 🔥 কোড বা ফাইল রিমুভ করলে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :fire:
  • 🐛 একটি বাগ ঠিক করলে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :bug:
  • 🚑 ক্রিটিকাল হটফিক্স করলে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :ambulance:
  • ✨ নতুন ফিচার উপস্থাপন করলে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :sparkles:
  • 📝 ডকুমেন্টেশন যোগ বা আপডেট করলে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :memo:
  • 🚀 ডেপলয় করলে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :rocket:
  • 💄 UI এবং Style ফাইলে যোগ বা আপডেট করলে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :lipstick:
  • 🎉 একটি প্রোজেক্ট শুরু করলে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :tada:
  • ✅ সাকসেস হওয়া, যোক বা আপডেট করলে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :white_check_mark:
  • 🔒 সিকিউরিটি সমস্যা ঠিক করতে বা করলে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :lock:
  • 🔖 রিলিজ / ভার্সন ট্যাগ এর ক্ষেত্রে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :bookmark:
  • 🚨 কম্পাইলার / লিন্টার ওয়ার্নিং ঠিক করলে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :rotating_light:
  • 🚧 কাজ চলমান থাকলে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :construction:
  • 💚 CI বিল্ড ফিক্স করলে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :green_heart:

গিট ইমোজি ব্যবহার গাইডলাইন

  • ⬇️ ডাউনগ্রেড ডিপেনডেন্সি করতে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :arrow_down:
  • ⬆️ আপগ্রেড ডিপেনডেন্সি করতে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :arrow_up:
  • 📌 নির্দিষ্ট ডিপেনডেন্সি ভার্সনগুলো নির্ভরতা পিন করতে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :pushpin:
  • 👷 সিআই বিল্ড সিস্টেম যোগ বা আপডেট করতে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :construction_worker:
  • 📈 যোগ বা আপডেট এর ট্রাক রেকর্ড রাখতে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :chart_with_upwards_trend:
  • ♻️ রিফ্যাক্টর কোড এর ক্ষেত্রে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :recycle:
  • ➕ ডিপেনডেন্সি যোগ করুতে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :heavy_plus_sign:
  • ➖ ডিপেনডেন্সি বাদ দিতে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :heavy_minus_sign:
  • 🔧 কনফিগারেশন ফাইল যোগ বা আপডেট করুতে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :wrench:
  • 🔨 ডেভেলপমেন্ট স্ক্রিপ্ট যোগ বা আপডেট করুতে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :hammer:
  • 🌐 আন্তর্জাতিকীকরণ এবং স্থানীয়করণ করুতে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :globe_with_meridians:
  • ✏️ Fix typos এর ক্ষেত্রে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :pencil2:
  • 👽️ এক্সটার্নাল এপিআই এর কারণে কোড চেঞ্জ হলে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :alien:
  • 🏗️ কোড এর আর্কিটেকচারাল চেঞ্জ হলে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :building_construction:
  • 🙈 gitignore ফাইল অ্যাড অথবা আপডেট করলে ইমোজি ব্যবহার করা হয়।

    :see_no_evil:
  • ⚰️ অপ্রয়োজনীয় কোড রিমুভ করলে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :coffin:
  • 🧪 একটি ব্যর্থ পরীক্ষা করলে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :test_tube:
  • 👔 বিজনেস লজিক এড অথবা আপডেট করলে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :necktie:
  • 🩺 স্বাস্থ্য পরীক্ষা এড অথবা আপডেট করলে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :stethoscope:
  • 🧱 Infrastructure সংক্রান্ত পরিবর্তন করলে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :bricks:
  • 🧑‍💻 ডেভেলপারের অভিজ্ঞতা ইম্পুভ করলে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :technologist:
  • 💸 স্পনসরশিপ বা অর্থ সম্পর্কিত infrastructure এড করলে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :money_with_wings:
  • 🧵 মাল্টিথ্রেডিং বা কনকারেন্সি সম্পর্কিত কোড এড বা আপডেট করলে এই ইমোজি ব্যবহার করা হয়।

    :thread:

ডেভসংকেত সম্পর্কে

ডেভসংকেত এর লক্ষ্য হচ্ছে বাংলাতে একটা বড় চিটশিটের ভান্ডার গড়ে তোলা। এটা সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাব অর্গানাইজেশন।

স্পন্সর