ডেভসংকেত

মজিলা ফায়ারফক্স (উইন্ডোজ)

মজিলা ফায়ারফক্সের প্রয়োজনীয় উইন্ডোজ শর্টকাট কী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

কন্ট্রিবিউটর

  • sabbirshawon
  • sajibriddho
  • iamraufu
  • mdmahinpro
  • asifadib
  • zonayedpca
  • NaSabbir

শেয়ার করুন

ব্যাসিক

  • হোম

    http://www.mozilla.com/firefox/
  • থিম এবং এক্সটেনশন

    https://addons.mozilla.org/
  • সাপোর্ট ফোরাম

    https://support.mozilla.org/bn-BD/

সাধারণ শর্টকাট

  • বুকমার্ক অ্যাড

    Ctrl + D
  • বুকমার্কগুলো

    Ctrl + B
  • ডম ইন্সপেক্টর

    Ctrl + Shift + I
  • ডাউনলোডগুলো

    Ctrl + J
  • ফুল স্ক্রিন

    F11
  • সাহায্য

    F1
  • হিস্টোরী

    Ctrl + H
  • পেজ সোর্স

    Ctrl + U
  • প্রিন্ট

    Ctrl + P
  • পেজ রিফ্রেশ

    F5
  • পেজ ও ক্যাশে রিফ্রেশ

    Ctrl + F5
  • পেজ সেইভ

    Ctrl + S

টেক্সট শর্টকাট

  • কপি

    Ctrl + C
  • কাট

    Ctrl + X
  • ডিলেট

    Del
  • টেক্সট সাইজ কমানো

    Ctrl + -
  • টেক্সট সাইজ বাড়ানো

    Ctrl + +
  • ডিফল্ট টেক্সট সাইজ

    Ctrl + 0
  • আনডু

    Ctrl + Z

পিডিএফ শর্টকাট

  • পরবর্তী পৃষ্ঠা

    N or J or →
  • আগের পৃষ্ঠা

    P or K or ←
  • জুম ইন করা

    Ctrl + +
  • জুম আউট করা

    Ctrl + -
  • পৃষ্ঠাটি ঘড়ির কাঁটার দিকে ঘোরানো

    R
  • পৃষ্ঠাটি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরানো

    Shift + R
  • প্রেজেন্টেশন মোডে সুইচ করা

    Ctrl + Alt + P

ফায়ারফক্স এড-অন্স বা এক্সটেনশন

  • ইংলিশ ওয়ার্ডের ভুল সংশোধনের জন্য

    Grammarly for Chrome
  • কোন পেজ থেকে সরাসরি লেখা ট্রান্সলেট করতে চাইলে

    Google Translate
  • কোন ওয়েব এপ্লিকেশনে কি কি টুল ব্যাবহার করছে সেটা জানার জন্যে

    wappalyzer
  • ইমেল চেক করার জন্য

    Checker Plus for Gmail
  • কোন ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে

    Google Translate, ImTranslator, Dictionary, TTS
  • কোন পেজের ফুল পেজ স্কিন সর্ট নিতে চাইলেে

    Movavi ScreenShot
  • ওয়েব পেইজে কোন ফন্ট ব্যবহার করা হয়েছে তা জানতে চাইলেে

    Font Finder (revived)
  • ওয়েব পেইজের কালার পিক করতে চাইলে

    ColorZilla
  • ওয়েবসাইটের র‍্যাঙ্কিং জানতে চাইলেে

    Alexa Traffic Rank
  • পাসওয়ার্ড সংরক্ষণ করতে চাইলে

    LastPass: Free Password Manager
  • ডেস্কটপ থেকে সরাসরি মোবাইল ইনস্টাগ্রাম সাইট ব্রাউজ করতে

    Desktop 4 Instagram
  • কুকিজ অটো ডিলেট করতে চাইলে

    Cookie Auto Delete

অতিরিক্ত

  • পপ-আপ উইন্ডো ব্লক করা

    Tools -> Options -> Web Features
  • টুলবার কাস্টমাইজ করা

    টুলবারে রাইট ক্লিক করে কাস্টমাইজ টুলবার সিলেক্ট করুন
  • বর্তমান পেজের ডেস্কটপ শর্টকাট

    অ্যাড্রেসবারের আইকনটা ডেস্কটপে ড্র্যাগ করুন
  • ফায়ারফক্সকে ডিফল্ট ব্রাইজার করা

    Tools -> Options -> General -> Set Firefox As Default Browser 
  • ক্যাশে, কুকিজ, হিস্টোরি ও পাসওয়ার্ড ম্যানেজ

    Tools -> Options -> Privacy
  • হোমপেজ সেট করা

    Tools -> Options -> General -> Home Page 
  • ট্যাবড ব্রাউজিং অপশন

    Tools -> Options -> Advanced -> Tabbed Browsing 

খোঁজাখুঁজির শর্টকাট

  • পুনরায় খোঁজা

    F3
  • বর্তমান পেজে খোঁজা

    Ctrl + F3
  • আগের অংশ থেকে খোঁজা

    Shift + F3

নেভিগেশন শর্টকাট

  • পিছনে যাওয়া

    Alt + Left Arrow
  • এক লাইন নিচে

    Down
  • এক পেজ নিচে

    PageDown
  • ফাইল ওপেন করা

    Ctrl + O
  • সামনে যাওয়া

    Alt + Right Arrow
  • পরের ফ্রেম

    F6
  • আগের ফ্রেম

    Shift + F6
  • হোমপেজ

    Alt + Home
  • অ্যাড্রেসবারে যাওয়া

    Ctrl + L
  • সার্চবারে যাওয়া

    Ctrl + K
  • পেজের নিচে

    End
  • পেজের উপরে

    Home
  • থামুন

    Esc
  • ট্যাব বন্ধ করা

    Ctrl + W
  • নতুন ট্যাব

    Ctrl + T
  • পরের ট্যাব

    Ctrl + Tab
  • আগের ট্যাব

    Ctrl + Shift + Tab
  • নির্দিষ্ট ট্যাব

    Ctrl + [1 - 9]
  • এক লাইন উপরে

    Up
  • এক পেজ উপরে

    PageUp
  • উইন্ডো বন্ধ করা

    Alt + F4
  • নতুন উইন্ডো

    Ctrl + N

মাউস শর্টকাট

  • পিছনে যাওয়া

    Shift + Scroll Down
  • সামনে যাওয়া

    Shift + Scroll Up
  • ব্যাকগ্রাউন্ড ট্যাব এ লিঙ্ক খোলা

    Ctrl + Left Click or Middle Click
  • উপরের ট্যাব এ লিঙ্ক খোলা

    Ctrl + Shift + Left Click
  • নতুন উইন্ডোতে লিঙ্ক খোলা

    Shift + Left Click
  • লাইন বাই লাইন স্ক্রল

    Alt + Scroll
  • ট্যাব বন্ধ করা

    Middle Click on Tab
  • নতুন ট্যাব

    Double Click on Tab Bar
  • টেক্সটের সাইজ কমানো

    Ctrl + Scroll UP
  • টেক্সটের সাইজ বাড়ানো

    Ctrl + Scroll Down

মিডিয়া শর্টকাট

  • চালু আর স্থির করা

    Space bar
  • ভলিউম কমানো

  • ভলিউম বাড়ানো

  • অডিও বন্ধ করা

    Ctrl + ↓
  • অডিও চালু করা

    Ctrl + ↑
  • ১৫ সেকেন্ড পিছিয়ে নেওয়া

  • ১৫ সেকেন্ড সামনে নেওয়া

  • ১০% পেছনে নেওয়া

    Ctrl + ←
  • ১০% সামনে নেওয়া

    Ctrl + →
  • শুরুতে যাওয়া

    Home
  • শেষে যাওয়া

    End

লোকেশন

  • ক্যাশে সেইভ

    C:\Documents and Settings\[username]\Local Settings\Application Data\Mozilla\Firefox\Profiles\[profilename]\Cache\
  • প্রোফাইল ম্যানেজার

    Close Firefox. From the "Start" menu, select "Run", type "firefox.exe -p"
  • ইউজার প্রোফাইল ফোল্ডার

    C:\Documents and Settings\[username]\Application Data\Mozilla\Firefox\Profiles\xxxxxxxx.default\
  • অ্যাডভান্স কনফিগারেশন

    Address Bar: about:config
  • ক্যাশে তথ্য

    Address Bar: about:cache
  • প্লাগিনের তথ্য

    Address Bar: about:plugins

ডেভসংকেত সম্পর্কে

ডেভসংকেত এর লক্ষ্য হচ্ছে বাংলাতে একটা বড় চিটশিটের ভান্ডার গড়ে তোলা। এটা সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাব অর্গানাইজেশন।

স্পন্সর