ডেভসংকেত

অ্যাডোবি এক্সডি(উইন্ডোজ)

অ্যাডোবি এক্সডি এর প্রয়োজনীয় উইন্ডোজ শর্টকাট কী। এডোবি এক্সপেরিয়েন্স ডিজাইন (অ্যাডোবি এক্সডি) একটি ভেক্টর বেসড ইউসার ইন্টারফেস / ইউসার এক্সপেরিয়েন্স ডিজাইন টুল যার সাহায্য ওয়েব অ্যাপ্লিকেশন এবং মোবাইল অ্যাপ্লিকেশন এর ডিজাইন এবং প্রোটোটাইপ করা হয়। অ্যাডোবি এক্সডি দিয়ে ওয়্যারফ্রেম, ডিজাইন, প্রোটোটাইপ এবং লাইভ শেয়ার করা হয়।

কন্ট্রিবিউটর

  • sabbirshawon
  • iamraufu
  • imalisiddique

শেয়ার করুন

সাজান (Arrange)

  • সামনে আনতে (Bring to Front)

    Ctrl + Shift + ]
  • একধাপ এগিয়ে আনা (Bring Forward)

    Ctrl + ]
  • একধাপ পিছনে পাঠানো (Send Backward)

    Ctrl + [
  • পশ্চাতে পাঠান (Send to Back)

    Ctrl + Shift + [

অপারেশন সংশোধক (Operation modifiers)

  • হরিজোনটাল প্যান

    Shift + Scrollwheel
  • ভার্টিকাল প্যান

    Scrollwheel

পাথ/পেন (Path/Pen)

  • ওপেন পাথ/পেন প্যানেল (Open Path/Pen panel)

    P
  • কনভার্ট পয়েন্ট (Convert Point)

    ডবল ক্লিক করুন
  • আসিমেট্রিক কন্ট্রোল পয়েন্ট (Asymmetric Control Point)

    Alt
  • স্ন্যাপ কন্ট্রোল/এঙ্কর পয়েন্ট অ্যাঙ্গেল (Snap Control/Anchor Point Angle)

    Shift
  • অ্যাড করা (Add)

    Ctrl + Alt + U
  • সাবট্রাক্ট (Subtract)

    Ctrl + Alt + S
  • ইন্টারসেক্ট (Intersect)

    Ctrl + Alt + I
  • ওভারল্যাপ বাদ দিন (Exclude Overlap)

    Ctrl + Alt + X
  • পাথ এ কনভার্ট করতে

    Ctrl + 8

এলাইন (Align)

  • বাম (Left)

    Ctrl + Shift + ←
  • কেন্দ্র (center)

    Shift + C
  • ডান (Right)

    Ctrl + Shift + →
  • টপ (Top)

    Ctrl + Shift + ↑
  • মাঝখান (Middle)

    Shift + M
  • বটম (bottom)

    Ctrl + Shift + ↓

টেক্সট (Text)

  • টেক্সট বোল্ড করতে

    Ctrl + B
  • টেক্সট ইটালিক করতে

    Ctrl + I

ডিস্ট্রিবিউট (Distribute)

  • হরিজোনটাল (Horizontal)

    Ctrl + Shift + H
  • ভার্টিকাল (Vertical)

    Ctrl + Shift + V

ডেভসংকেত সম্পর্কে

ডেভসংকেত এর লক্ষ্য হচ্ছে বাংলাতে একটা বড় চিটশিটের ভান্ডার গড়ে তোলা। এটা সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাব অর্গানাইজেশন।

স্পন্সর