ডেভসংকেত

সাবলাইম টেক্সট এডিটর(উইন্ডোজ)

সাবলাইম টেক্সট কোড এডিটর এর প্রয়োজনী উইন্ডোজ শর্টকাট কী

কন্ট্রিবিউটর

  • iamraufu
  • mrhrifat

শেয়ার করুন

সাধারণ

  • কমান্ড প্যালেট দেখানো/হাইড করা

    CTRL + SHIFT + p
  • সিলেক্ট করা লাইনকে কমেন্ট করে ফেলা

    Ctrl + /
  • টোগল সাইড বার

    Ctrl + KB
  • সো স্কোপ ইন স্ট্যাটাস বার

    Ctrl + ⇧ + Alt + P
  • নতুন উইন্ডো চালু করতে

    Ctrl + Shift + N
  • উইন্ডো বন্ধ করতে

    Ctrl + Shift + W
  • ফাইল চালু করতে

    Ctrl + O
  • পূরবর্তী ফাইল চালু করতে

    Ctrl + Shift + T
  • নতুন ফাইল চালু করতে

    Ctrl + N
  • ফাইল সেইভ করতে

    Ctrl + S
  • সাবলাইম টেক্সট বন্ধ করতে

    Ctrl + W
  • পুরো লাইন কপি করতে

    Ctrl + Shift + D
  • সিলেক্ট করা লেখার মতো আরো লেখা সিলেক্ট করতে

    Ctrl + D

ফোল্ডিং

  • ফোল্ড সেকশন

    Ctrl + ALT + [
  • আনফোল্ড সেকশন

    Ctrl + ALT + ]
  • ফোল্ড সব

    Ctrl+K, Ctrl+1
  • আনফোল্ড সব

    Ctrl+K, Ctrl+J

বুকমার্কস

  • নতুন বুকমার্ক তৈরি

    Ctrl + F2
  • পরবর্তী বুকমার্ক

    F2
  • পূর্ববর্তী বুকমার্ক

    Shift + F2
  • ক্লিয়ার বুকমার্ক

    Ctrl + Shift + F2

ডেভসংকেত সম্পর্কে

ডেভসংকেত এর লক্ষ্য হচ্ছে বাংলাতে একটা বড় চিটশিটের ভান্ডার গড়ে তোলা। এটা সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাব অর্গানাইজেশন।

স্পন্সর